"বাইবেলসম্মত প্রাচীন"(Biblical Eldership)

ভূমিকা

"বাইবেলসম্মত প্রাচীন"(Biblical Eldership)

সমগ্র ইতিহাস জুড়ে অনেক বড় বড় প্রতিষ্ঠানের উত্থান ও পতনের বিষয় দেখা গেছে। আমরা একের পর এক মহান মহান দেশের উত্থান ও পতনের বিষয় নিয়ে কথা বলি। সেগুলো যখন তাদের ক্ষমতার শিখরে পৌঁছায়, তখন তাদের এমন অপরাজেয় ভাব হয়, যেন সেগুলো সবসময়ই অটুট থাকবে। কিন্তু পরে সেগুলো পতিত হয়, আর পৃথিবী থেকে হারিয়ে যায়, শুধু ইতিহাসের বইয়ে পড়ার জন্যই থাকে।

ভূমিকা

সমগ্র ইতিহাস জুড়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান এসেছে এবং গিয়েছে। আমরা একের পর এক মহান দেশের উত্থান ও পতনের বিষয় নিয়ে আলোচনা করি। সেগুলো যখন তাদের ক্ষমতার শিখরে পৌঁছায়, তখন তাদের এমন অপারাজেয় ভাব হয়, যেন সেগুলো সবসময়ই স্থায়ী থাকবে। কিন্তু তারপর সেগুলো পতিত হয়, আর পৃথিবী থেকে হারিয়ে যায়, শুধু ইতিহাসের বইয়ে পড়ার জন্যই থাকে।

আমার নোটস

প্রশিক্ষক

Robert D.  McCurley, ThM

Rev. Robert McCurley is the minister of the Gospel at Greenville Presbyterian Church in Taylors, SC, a congregation of the Free Church of Scotland (Continuing). https://www.greenvillepresbyterian.com