মডিউল ৬: - মণ্ডলীতত্ত্ব (Module 6 - Ecclesiology)

খ্রীষ্টীয় প্রিুর রিারজর ধম্টানুষ্ঠান

মডিউল ৬: - মণ্ডলীতত্ত্ব (Module 6 - Ecclesiology)

সকল যুগের খ্রিস্টীয় মণ্ডলীর সঙ্গে আমরা "প্রেরিতদের ধর্মবিশ্বাসের ঘোষণা" বলে থাকি:“আমি পবিত্র ক্যাথলিক গির্জায় বিশ্বাস করি”। এই পরবর্তী পাঠগুলিতে আমরা মণ্ডলী বিষয়ক শিক্ষা অধ্যয়ন করব। মণ্ডলী বিষয়ক শিক্ষার ঈশতাত্ত্বিক নাম হল “মণ্ডলীতত্ত্ব”। এই শব্দটি দুইটি গ্রিক শব্দ থেকে এসেছে—“এক্লেসিয়া” এবং “লোগিয়া”। এক্লেসিয়া –র অর্থ হল “সমাবেশ” বা “মণ্ডলী”। লোগিয়া -র অর্থ “বক্তব্য” বা “যুক্তি”। এই দুটি শব্দ একত্রিত হয়ে অর্থ প্রকাশ করে—“মণ্ডলী সম্পর্কে অধ্যয়ন”। এক্লেসিয়লজি হল খ্রিস্টীয় শৃঙ্খলাবদ্ধ ঈশতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে বাইবেল সম্পূর্ণ মণ্ডলী (অর্থাৎ খ্রিষ্টে বিশ্বাসী সকলের সমষ্টি) সম্বন্ধে কী শিক্ষা দেয় এবং স্থানীয় মণ্ডলী (অর্থাৎ নির্দিষ্ট অঞ্চলের বিশ্বাসীদের সমাবেশ) সম্পর্কে—কী বিশ্লেষণ করা হয়। মণ্ডলীতত্ত্ব বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের শেখায় ঈশ্বর আজকের পৃথিবীতে বিশ্বাসীদের জন্য কী উদ্দেশ্য রেখেছেন।