সদাপ্রভু ঈশ্বরের বিধানের উপর এই পাঠক্রমের বক্তৃতাসমূহ পবিত্রতার সৌন্দর্যে একটি পরিচয়। পবিত্রতা কেবল ঈশ্বরের পাপশূন্যতা নয় বরং তার চেয়ে অধিক। এটি তাঁর প্রেমময় সত্তার নির্মল সৌন্দর্য। ঈশ্বরের পবিত্র ব্যবস্থার মাধ্যমে আমরা তাঁর ব্যবস্থার সারাংশ প্রত্যক্ষ করি। আমাদের অধ্যয়নে আমরা দেখব, প্রভু যীশু সমগ্র ব্যবস্থাকে "ভালোবাসা" দ্বারা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেছেন। এই দৃষ্টিকোণ আমাদের সাহায্য করতে পারে বুঝতে, কেন পবিত্র শাস্ত্রে বলা হয়েছে “অতএব ব্যবস্থা পবিত্র, এবং আজ্ঞা পবিত্র ন্যায় ও উত্তম” (রোমীয় ৭:১২)। আমরা ঈশ্বরের বিধানের মুখোমুখি হলে অস্বস্তি অনুভব করি, কারণ আমাদের পতিত অবস্থায় এটি আমাদের পাপ ও অপরাধের মুখোমুখি করে। রোমীয় ৩:২৯-এ পৌল বলেছেন, “ব্যবস্থার মাধ্যমে পাপের জ্ঞান হয়।” তবে আদম ও হবা যখন পরমদেশে (পাপের পূর্বে এদন উদ্যানে) ছিলেন, তখন এই ব্যবস্থা তাদের জন্য এমন প্রতিবন্ধকতা ছিল না। ঈশ্বরের বিধান তাদের অন্তরে লিখিত ছিল এবং তারা একে তাদের স্রষ্টার গৌরবের দীপ্ত প্রতিফলন হিসেবে বুঝেছিল। ঈশ্বরের বিধানের প্রতি তাদের আনুগত্যে তারা সীমাহীন আনন্দ অনুভব করত। এই বক্তৃতাসমূহ সেই আদি উদ্দেশ্য পুনরুদ্ধারের একটি প্রচেষ্টা, যেখানে প্রত্যেকটি আজ্ঞাকে বিধানদাতার চোখ দিয়ে, তাঁর প্রেমময় সত্তার প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। আমাদের প্রার্থনা, যেন ঈশ্বর এই পাঠসমূহের মাধ্যমে আমাদের মন ও হৃদয়কে খোলেন তাঁর পবিত্র ও অপরিহার্য আত্মার মাধ্যমে, যেন আমরা তাঁর ব্যবস্থার মহিমা ও আরও অধিকতর, বিধানদাতার গৌরবকে উপলব্ধি করতে পারি।
বিশ্বের সর্বোচ্চ পর্বত দৃশ্য শিহরন জাগায়, প্রায় সীমাহীন সমুদ্রের উপর দিয়ে উড়ে যাওয়া আমাদের ক্ষুদ্রতা বোঝায়, কোটি কোটি নক্ষত্রের আকাশমণ্ডলে চোখ রাখা বিস্ময় উদ্রেক করে—তবুও এইসবের সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রকের মহিমা প্রত্যক্ষ করা এর চেয়েও অনেক বেশি অনুপ্রেরণাদায়ক।
প্রশিক্ষক